ঢাকা হতে রংপুর গামী দূরপাল্লার বাসে চেপে যমুনা নদীর উপর দিয়ে পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ আলীর জন্মভূমি পীরগঞ্জ পেরলেই ঐতিহ্যবাহী শঠিবাড়ী হাট। এ শঠিবাড়ী হাটে দক্ষিণ বাসস্ট্যান্ডে নেমে নসিমন, ভটভটি বা ভাড়ায় চালিত ট্যাক্সি ও মাইক্রোবাসযোগে পশ্চিম দিকে ৮ কিলোমিটার রাস্তা পেরলেই শাল্টিগোপালপুর বাজার। পথে আসতে চোখে পড়বে রাজাভবচন্দ্র পাঠের রাজবাড়ীর ধ্বংশাবশেষ, বিশাল বিশাল ৫ টি পুকুর এবং আরও একটি এগোলেই হাতের ডান পাশ চোখে পড়বে চোখ জুড়ানো শালবন। শাল্টিগোপাল পুর বাজারে নেমে পায়ে হেটেই পৌছতে পারবেন গোপালপুর ইউনিয়ন পরিষদ ভবনে।
বিস্তারিত জানতে মোবাইলে ফোন করতে পারেন- মোঃ আইয়ুব আলী (ইউনিয়ন পরিষদ সচিব) ফোনঃ ০১৭২২৪০২৬৬০।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS