Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রমিক

সেবার বিবরণ

যোগ্যতা ও প্রক্রিয়া

সেবার মূল্য

সময়সীমা

নাগরিকত্ব ও চারিত্রিক সনদ

ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে এবংপরিবার প্রধানেরইউপি কর পরিশোধের রশিদঅথবা পাস বহি প্রদর্শন করতে হবে।

দুই টাকা

০৩ দিন

জন্ম নিবন্ধন সনদ

এই ইউনিয়নে জন্ম গ্রহন অথবা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। টীকা কার্ড/জন্ম তারিখ সংক্রান্ত ডাক্তারীসনদ/পরীক্ষা পাশের সনদ/জাতীয় পরিচয় পত্র/ বিবাহ রেজিঃনামা/পাসপোর্ট প্রদর্শন ও ফটোকপি প্রদান করতে হবে।এবং নির্ধারিতফরম পূরন করে ইউপি সদস্যের প্রত্যয়ন।

১৮ বছরেরউদ্ধে ৫০/-  এবং যেকোনবয়সের সনদপ্রদানের জন্য২০/- সংশোধন ২০/-

৩০ দিন

মৃত্যু নিবন্ধন সনদ

মৃত্যু সংক্রান্ত ডাক্তারী সনদ, জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদ প্রদর্শন ও ফটোকপিসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে এবংইউপি সদস্যের প্রত্যয়নসহ জমা দিতে হবে।

সনদ প্রদানেরজন্য ২০/-
 

৩০ দিন

ট্রেড লাইসেন্স

(ক) ইউনিয়ন এলাকার মধ্যে ব্যবসায় করার নিমিত্তেজাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি এবং অন্যান্য লাইসেন্সেরফটোকপি সহ নির্ধারিত ফরমে আবেদন করতেহবে।(খ) ব্যবসায়ের উপর কর পরিশোধ করতে হবে।(গ) হোল্ডিং কর পরিশোধ করতে হবে।

লাইসেন্স ফি ২০০/-
 

০৭ দিন

ওয়ারিশন সনদ

(ক) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।(খ) ইউপি সদস্যের প্রত্যয়ন সংগ্রহ করতে হবে। 

৫০/-

০৭ দিন

বিবিধ প্রত্যয়ন পত্র

(ক) বিস্তারিত বিবরণ উল্লেখ করে আবেদন।(খ) ইউপি সদস্যের প্রত্যয়ন।

৩০/-

০৭ দিন

খাদ্য সহায়তা

(ক) দুঃস্থ পরিবারের প্রধান।(খ) অন্যকোন সরকারী সহায়তা পায়না।(গ) সংশ্লিষ্ট এলাকার মধ্যে তুলনামুলকদরিদ্র পরিবার হতে হবে।

বিনামুল্যে

সরকার কতৃক নির্ধারিত সময়ে

বিধবা ভাতা

(ক) দুঃস্থ পরিবারের বয়স্ক বিধবা মহিলা (খ) এলাকার মধ্যে তুলনামুলক দরিদ্র।(গ) সরকারী বরাদ্দ প্রাপ্তি সাপক্ষে।

বিনামুল্যে

সরকার কতৃক নিধারতি সময়ে।

মাতৃত্বকাল ভাতা

(ক) দুঃস্থ পরিবারের গর্ভবতী মহিলা।(খ) এলাকার মধ্যে তুলনামুলক দরিদ্র।(গ) সরকারী বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে।

বিনামুল্যে

সরকার কতৃক নির্ধারিত সময়ে।

১০

বয়স্ক ভাতা

(ক) দুংস্থ পরিবারের ৬৫ বছরের বেশি বয়স্ক হতে হবে।(খ) এলাকার মধ্যে তুলনামুলক বেশি দরিদ্র।(গ) সরকারী বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে।

বিনামুল্যে

সরকার কর্তৃকনির্ধারিত সময়ে।
 

১১

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানিয় জলের  ব্যবস্থাকরন ওস্যানিটারী ল্যাট্রিন সরবরাহকরন। 

(ক) ওয়ার্ড সভায় উপস্থিত হয়ে মতামত প্রদান।(খ)জরুরী প্রয়োজনে ইউপি সদস্যের সাথে যোগাযোগ করতে হবে।(গ) উম্মুক্ত বাজেট সভা ও পরিকল্পনা সভায় মতামত প্রদান।

বিনামুল্যে

প্রতিবছর আগস্ট,জানুয়ারী ও মে মাসে
 

১২

শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন

(ক) ওয়ার্ড সভায় উপস্তিত হয়ে মতামত প্রদান।(খ) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ইউপিতে আবেদন।

বিনামুল্যে

প্রতিবছর আগস্ট ও জানুয়ারী মাসে

১৩

গ্রাম আদালতের মাধ্যমে বিচার

(ক) বিরোধের বিষয়ের আর্থিক মূল্য অনুদ্ধ ২৫০০০/- (খ) ১০ জনের কম সংখ্যক লোকের মধ্যে বিরোধ।(গ) লিখিত ভাবে স্বাক্ষীর নামসহ আবেদন।

ফৌজদারী- ০২/-

দেওয়ানী - ০৪/-
 

৩০ দিন

১৪

পারিবারিক আদালতের মাধ্যমে বিচার
 

(ক) তালাক বিষয়ক জটিলতা নিরসন।(খ) ভরনপোষন বিষয়ক জটিলতা নিরসন।(গ) অভিভাবকত্ব বিষয়ক জটিলতা নিরসন।(ঘ) একাধিক বিয়ের অনুমতি বিষয়ক।(ঙ) বাল্য বিবাহ বিষয়ক জটিলতা নিরসন।
 

১০০/-

৩০ দিন ও ৯০ দিন
 

১৫

আইনশৃঙ্খলা

(ক) রাত্রিকালীন মহল্লা ও রাস্তায় নিরাপত্তা প্রদান।(খ) সন্দেহজনক ও বিপদজনক ব্যক্তিকে গ্রেপ্তার।(গ) পলাতক ও অন্যান্য মামলার আসামী গ্রেপ্তারে সহযোগিতা করন।(গ) নেশা জাতীয় পন্যের উৎপাদন ও ব্যবহার প্রতিরোধ।
 

বিনামূল্যে

পরিস্থিতি বিবেচনায় যতদ্রত সম্ভব